দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতাঃ
ঢাকার দোহার উপজেলার মধুরচর-সুতারপাড়া ধাপারিয়া খালের বাঁধ উন্মুক্ত করে ব্রিজ নির্মানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সুতারপাড়া হলের বাজারে ঢাকা-দোহার আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ধাপারিয়া খালটি পদ্মানদী হতে উৎপত্তি হয়ে সুতারপাড়া, মধুরচর ও মেঘুলা গ্রামের তীর ঘেষে আড়িয়াল বিল ও ইছামতি নদীতে গিয়ে মিশেছে। বিগত ৩০ বছর পূর্বে ধাপারিয়া খালের উপর ঢাকা-দোহার আঞ্চলিক মহাসড়ক নির্মান করায় প্রতিবছর বর্ষা মৌসুমে সাধারন বৃষ্টিপাতে জলাবদ্ধ হয়ে বন্যার শিকার হন খালটির (একাংশের মানুষ) মধুরচর গ্রামবাসী । আর খালের আরেক পাশে সুতারপাড়া এলাকা পদ্মার সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সুতারপাড়া এলাকার জনগণ বারো মাসই কচুরিপানায় আবদ্ধ পঁচা পানি, মশা আর দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশের সাথে থাকেন স্বাস্থ্য ঝুঁকিতে। বক্তারা বলেন, খালটির ঢাকা-দোহার আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থলে ব্রিজ নির্মান করা হলে প্রতিবছর বন্যাসহ জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবেন মধুরচর, সুতারপাড়া, ঝনকি, ডাইয়ারকুম, ডাইয়াগজারিয়া, মিজানগরের সাধারন জনগণ।
এসময় বক্তব্য রাখেন মনিরুল ইসলাম মাসুম, আফতাব লালন, আবু জুনায়েদ বিপ্লব, বায়েজিদ আহমেদ বাদল, নজরুল ইসলাম খান প্রমূখ।